‘ছাত্র-জনতার ঐক্য চিরজীবী হোক’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ সভা অনুষ্ঠি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখা এ সভার আয়োজন করে। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘আমরা সাধারণ মানুষের বৈষম্য দূর করার জন্য স্বৈরাচার সরকারে বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলাম। দেশের আপামর জনতার সহযোগিতায় আন্দোলন সফল হয়েছে। আগামীতে যাতে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীরা রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে; সেজন্য সকলে মিলে কাজ করতে হবে।’ মতবিনিময় সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদ উজ্জামান, আকরাম হোসাইন রাজ, আশরেফা খাতুন, আবুবক্কর খান, ফারহানা ফারিনা, মইনুল ইসলাম প্রমুখ।
0 Comments
Your Comment