ছোট ভাইয়ের জন্য ওষুধ আনতে গিয়ে ফেরা হলো না নাফিসের

ছোট ভাই নাহিদের জন্য জ্বরের সিরাপ আনতে গিয়ে আর ফেরা হলো না বড় ভাই নাফিসের। মঙ্গলবার (১৪ মে) বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে রাত ১০টার দিকে তার লাশ বাড়িতে আনা হয়। নাফিস ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা হাজীবাড়ী গ্রামের গার্মেন্টস কর্মী মোশাররফ হোসেন কছির খানের পুত্র ও ধোবাউড়া উন্মুক্ত স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। জানা যায়, ছোট ভাই নাহিদ খানের জ্বর হলে তার জন্য বন্ধুর মোটরসাইকেলে করে সুতারপাড়া বাজারে যাচ্ছিল ওষুধ আনতে। পথে সড়কের উপর রাখা ধানের খড়ের স্তূপে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যায় নাফিস এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে নাফিসের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news