জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ছেলের দায়ের কোপে রাবেয়া খাতুন নামে নারীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের পৌর এলাকার মালিরচর সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক ছেলে জাহিদকে(৩৫) আটক করেছে পুলিশ। নিহত রাবেয়া খাতুন (৫৫) বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর সরকারপাড়া এলাকার মৃত হযরত আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ছেলের বৌ মিশি আক্তারের সাথে বাকবিতন্ডা হয় রাবেয়া খাতুনের। এ সময় ছেলে জাহিদ পাশেই দা দিয়ে কাজ করছিলো। বউ ও মায়ের সঙ্গে ঝগড়া দেখে জাহিদ হাতে থাকা দা দিয়ে তার মা রাবেয়া খাতুনের মাথায় আঘাত করলে গুরুত্বর আহত হয়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে রাস্তায় মারা যায় রাবেয়া খাতুন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনার স্থলে গিয়ে বাড়ীর পাশে ভুট্টা ক্ষেত থেকে ছেলে জাহিদকে গ্রেফতার করা হয়। যে দা দিয়ে মাকে আঘাত করা হয়েছে, আলামত হিসাবে সেইটিও উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে।
0 Comments
Your Comment