জামালপুরে রেলক্রসিং অতিক্রম করা সময় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় পুলিশের একটি ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এতে আহসানুল হক নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। আজ রবিবার ভোর ৪টা ৪৫ মিনিটে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম আহসানুল হক, তিনি জামালপুর সদর থানার কনস্টেবল ছিলেন। নেত্রকোনার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান। ওসি জানান, ট্রেন দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আরিফুল ইসলাম নামে আরেক কনস্টেবল গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
0 Comments
Your Comment