গাজীপুরের কালিয়াকৈরে জুয়েলারি দোকানে এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দোকানের মালিক নারায়ন সাহার বিরুদ্ধে। নিহত ব্যাক্তির নাম নগর পাল। জানা গেছে, কালিয়াকৈরের মা কালী জুয়েলার্স দোকানে এই ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগর পাল মা কালী জুয়েলার্স নামে দোকানটিতে দির্ঘদিন ধরে কাজ করছিলেন। রবিবার রাতে দোকান মালিক নারায়ন সাহার সাথে তার কাজের বিষয়ে তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে নগর পালকে চড় থাপ্পড় কিল ঘুসি মারতে শুরু করেন মালিক। এ সময় আশেপাশের দোকানদাররা জড়ো হলে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে নিয়ে উপজেলার সাহেব বাজার এলাকায় ওই মালিকের অন্য একটি দোকানে নিয়ে আরো মারপিট করে মালিক নারায়ণ। পরে দোকান মালিক ও অন্য এক কর্মচারী জগদেশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই মালিক সুকৌশলে মৃতদেহটি তার গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়। নিহতের ভাতিজা রুদ্র পাল জানান, কাকার লাশ শ্মশানে নিয়ে যাব এমন সময় সন্দেহ হলে তার বুকে এবং গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। পরে সোমবার সকালে কালিহাতী থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নিয়ে যায়। মা কালী জুয়েলার্স দোকান মালিক নারায়ণ সাহা জানান, আমি তাকে মারধর করিনি। সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তবে এ বিষয়ে আমি আপনার সাথে পার্সোনাল কথা বলব বলে মোবাইল ফোন রেখে দেয়। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর। বিষয়টি ওই থানার ওসিকে জানানো হয়েছে। ওই থানার পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। কালিয়াকৈর থানা পুলিশের অপারেশন ওসি মোঃ যোবায়ের জানান, এ বিষয়ে নিহতের পরিবার অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিব।
0 Comments
Your Comment