টাঙ্গাইলে ভুল চিকিৎসায় গৃহবধূ মৃত্যুর অভিযোগ

টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার মানবসেবা হাসপাতালে ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গৃহবধূর মরদেহ নিয়ে মানববন্ধন করে এলাকাবাসী। এসময় তারা মানবসেবা হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডা. খন্দকার মনিরার শাস্তির দাবি জানান। এর আগে, গত বৃহস্পতিবার সকালে গৃহবধূ সাবিনাকে সিজার করার জন্য শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মানবসেবা হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে ডা. খন্দকার মনিরা গৃহবধূর সিজার করার সময় ভুল করে জরায়ু কেটে ফেলেন। বিষয়টি স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ভাড়া করে দ্রুত ঢাকা পাঠানোর ব্যবস্থা করে স্বজনদের চলে যেতে বলেন। রাতে ঢাকায় নেওয়ার পর স্বজনরা জানতে পারেন সাবিনার জরায়ু কেটে ফেলা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে শুক্রবার বিকেলে ওই হাসপাতালের চিকিৎসক ডা. খন্দকার মনিরার শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালটি ঘেরাও করে। এসময় হাসপাতালের স্টাফদের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতির ঘটনা ঘটে। এরপর হাসপাতালের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শনিবার গৃহবধূ হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গৃহবধূর মরদেহ নিয়ে মানববন্ধন করেন এলাকাবাসী ও স্বজনরা। ক্লিনিক বন্ধ থাকায় অভিযুক্ত চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া যায়নি। টাঙ্গাইল ক্লিনিক মালিক সমিতির সভাপতি লায়ন এম শিবলী সাদিক বলেন, আমরা ভুক্তভোগী পরিবারকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছিলাম। তবে ওই পরিবার সেই আশ্বাস উপেক্ষা করে ক্লিনিকে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ ছাড়াও তারা বিচার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করেছে। বিষয়টি এখন আমাদের সমাধানের পর্যায়ে নেই। এ বিষয়ে টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক জানান, ভুল চিকিৎসায় গৃহবধূ মৃত্যুর কোনো অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news