কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে দুটি পৃথক অভিযানে ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (১৬ নভেম্বর) বিকালের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র দায়িত্বপূর্ণ হোয়াইক্যং বালুখালী নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টহল-দল চৌধুরী-পাড়া এলাকায় অবস্থানকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পাড় হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তাদের কাঁধে থাকা একটি ক্যারেট ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে মোড়ানো একটি ক্যারেটের ভেতর থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। অপরদিকে, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র দায়িত্বপূর্ণ হোয়াইক্যং চেকপোস্ট পাড়া নামক এলাকায় খেলার মাঠে পাচারের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র লুকায়িত রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র একটি টহলদল তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে খেলার মাঠে ব্যাপক তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় পলিথিন দিয়ে মোড়ানো একটি বিদেশি পিস্তল এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করে।
0 Comments
Your Comment