ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্য হাতি, ভেঙেছে পা

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছে একটি বন্য হাতি। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে এলিফ্যান্ট ওভারপাসের (রেললাইনের ওপর দিয়ে হাতি পারাপারের পথ) উত্তর পাশে এ ঘটনা ঘটে। এ বিষয়ে চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, ছয়টি হাতি রোববার সন্ধ্যা থেকে অভয়ারণ্যে বিচরণ করছিল। অপ্রাপ্তবয়স্ক একটি স্ত্রী হাতি দল থেকে আলাদা হয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে দোহাজারী-কক্সবাজার রেললাইনে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঈদ স্পেশাল-১০ ট্রেন হাতিটিকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে হাতিটি গুরুতর আহত হয়। তিনি বলেন, ঘটনাস্থলের পাশেই আমাদের কার্যালয়। তীব্র আঘাত পেয়ে হাতিটি শব্দ শুরু করলে আমরা ছুটে আসি। আপাতত হাতিটিকে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের চিকিৎসক এনে সেবা দিচ্ছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন বলেন, হাতিটির বয়স ৮-১০ বছর। একটি স্ত্রী হাতি ১৪ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়। ট্রেনের ধাক্কায় হাতিটির পেছনের ডান পা ভেঙে গেছে। এরপর হাতিটি নিচে গড়িয়ে পড়ে মাথায় আঘাত পেয়েছে। তিনি বলেন, হাতিটি স্বাস্থ্যবান, তবে প্রচুর রক্তপাত হয়েছে। আপাতত ব্যথানাশক ইনজেকশন ও ওষুধ দেওয়া হয়েছে। হাতিটির অবস্থা গুরুতর।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news