তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ফুঁসে উঠছে রংপুরের মানুষ

ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের মানুষ ফুঁসে উঠতে শুরু করেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে ভুক্তভোগী তিস্তা পাড়বাসী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তিস্তা পাড়বাসী ব্যানারে মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েদুল ইসলাম, আব্দুল মতিন মাসুদ, স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির, শিক্ষার্থী রায়হান ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, বন্ধু রাষ্ট্র ভারতের পানি আটকে রাখা ও না জানিয়ে ছেড়ে দেওয়ার কারণে বারবার ক্ষতির সম্মূখীন হতে হয় তিস্তাপাড়ের মানুষদের। খরার সময় পানি না দেয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায়। আবার বর্ষা মৌসুমে হঠাৎ করে না জানিয়ে পানি ছেড়ে দিয়ে বন্যার সৃষ্টি করে। উত্তরের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা। বিগতসরকার কয়েকবার আশ্বাস দিলেও ১৬ বছর ক্ষমতায় থেকেও তা বাস্তবায়ন করতে পারেনি। মানববন্ধনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানানো হয়। অপরদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে বন্যা ও বাস্তুহারা মানুষের আর্তনাদ নিরসনে টেকসই সমাধানের দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা চাই দ্রুত তিস্তা কমিশন গঠন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। এ দাবি বাস্তবায়ন না হলে কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ডাক দেয়ার ঘোষণা দেয়া হয়।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news