থার্টিফার্স্ট নাইটে আগুনে দগ্ধ কিশোরের মৃত্যু

থার্টিফাস্ট নাইটে কেরোসিন মুখে নিয়ে আগুন ধরানোর সময় দগ্ধ হওয়া রহমত উল্লাহ সিয়াম (১৪) মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে সে। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, সিয়ামের শরীরে ৮৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় সিয়ামের দুই চাচা রাকিব (১৭) ও রায়হানকে (১৭) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সিয়ামের বাবা স্বপন ব্যাপারী জানান, বার্ন ইনস্টিটিউটে সোমবার রাতে মারা যায় সিয়াম। মঙ্গলবার মরদেহ হাসপাতাল থেকে মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হয়। এরআগে, রাজধানীর কামরাঙ্গীরচর মজিবর ঘাট এলাকার ৫ নম্বর গলির একটি বাসার ছাদে থার্টিফার্স্ট নাইট উদযাপন করার সময় আগুন ধরে যায় তার শরীরে। আর সেই আগুন নেভাতে গিয়ে সামান্য দগ্ধ হয় তার দুই চাচা রাকিব (১৭) ও রায়হান (১৭)।

0 Comments

Your Comment