ময়মনসিংহের তারাকান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী মাহেন্দ্রার ধাক্কা লাগলে আনিছুর রহমান (৩০) নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আনুমানিক ভোর ৬টার দিকে ঘন কুয়াশাচ্ছন্ন ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে তারাকান্দা থানার গোপালপুরে খামার বাজার সংলগ্ন শহিদুল ইসলামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের মৃত নূরল ইসলামের ছেলে। মাহেন্দ্রাতে থাকা গুরুতর আহত অবস্থায় তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনিছুর রহমান ঘটনাস্থলেই মারা গেছেন। আর গুরুতর আহত অবস্থায় ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। যান চলাচল, আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments
Your Comment