চলতি দাখিল পরীক্ষার তৃতীয় দিনে বাগেরহাটের মোরেলগঞ্জে এক শিক্ষককে ৫ বছর ও একজন পরীক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আরবি ২য় পত্রের পরীক্ষায় মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র-২(পোলেরহাট) এর ৫ নং কক্ষে হতে অসদুপায় অবলম্বনের দায়ে পঞ্চকরণ সিরাজ স্মৃতি দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী নাবিল হোসেনকে এক বছর ও কক্ষ পরিদর্শক কে.এম বৌলপুর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক শেখ সানুকে ৫ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান বিকাল সাড়ে ৫ টার দিকে এক নোটিশে এই খবর নিশ্চিত করেছেন।
0 Comments
Your Comment