দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার বেলা পৌনে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে, ঘন কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত তিনটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাত ১১টা থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনা এড়াতে রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়ে। প্রচণ্ড শীতে আটকে পড়া যাত্রী ও শ্রমিকরা ভোগান্তিতে পড়েন। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় যানবাহন আটকা পড়ে। বিআইডব্লিউটিসিএ দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, কুয়াশার ঘনত্ব কমে এলে বেলা পৌনে ১১টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে আছে। এখন সিরিয়াল অনুযায়ী সেগুলো পার করা হচ্ছে।

0 Comments

Your Comment