নিকলীতে কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে কুকুরের কামড়ে জয় (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ছোটবিল হাওরে এ ঘটনা ঘটেছে। জয় নিকলী সদর ইউনিয়নের কুর্শা নয়াহাটি গ্রামের মৃত জুয়েল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারে অভাব-অনটনের কারণে পড়ালেখা বাদ দিয়ে রুবেল মিয়ার হাঁসের খামারে কাজ নেয় জয়। জয়ের মা অন্যের বাড়িতে কাজ করে তাদের ভরণপোষণ করেন। প্রতিদিনের মতো শুক্রবার ভোরে হাঁসের খামারে কাজ করতে যায় জয়। দুপুরে সাড়ে ১২টার দিকে সংঘবদ্ধ একদল কুকুর জয়কে আক্রমণ করে। চিৎকার শুনে পাশের খামারের মোরসালিন ও রোকন তাকে উদ্ধার করতে গেলে কুকুরগুলো তাদেরও আক্রমণ করে। খবর পেয়ে বাড়ি থেকে লোকজন গিয়ে জয়কে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, এ ঘটনায় নিকলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news