পটুয়াখালীর উপকূলীয় উপজেলা রাঙ্গাবালীতে একটি খালে টর্পেডো নামক অস্ত্র (মিশাইল) সাদৃশ্য একটি বস্তু ভেসে এসেছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার মৌডুবি ইউনিয়নের মীরকান্দা গ্রাম সংলগ্ন ভাঙা খালে টর্পেডো নামক অস্ত্রটি দেখতে পায় এলাকাবাসী। এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বস্তুটির দৈর্ঘ্য প্রায় ২০ থেকে ২৪ ফুট। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যায় পুলিশ। পার্শ্ববর্তী রাবনাবাদ চ্যানেল দিয়ে এটি ভেসে আসতে পারে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, ভাসমান ওই বস্তুটির খবর পেয়ে কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে। এটি টর্পেডো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টর্পেডো ডুবন্ত থাকে এবং এক ধরনের স্ব-চালিত অস্ত্র, যা জলের নিচে বিস্ফোরক ওয়ারহেড বহন করে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
0 Comments
Your Comment