পরিত্যক্ত পাইপের ভেতর মিলল তাজা বুলেট

সিলেট মহানগরের কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত পাইপ থেকে ১৭টি তাজা বুলেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। মঙ্গলবার বিকেল ৩টার দিকে র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে বুলেটগুলো উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল। তিনি জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাষ্টঘরের একটি পরিত্যক্তি ঘরের সঙ্গে যুক্ত একটি পাইপে পড়ে থাকা এই ১৭টি বুলেট উদ্ধার করা হয়েছে। পাইপটিও বহুদিন ধরে অব্যবহৃত। এসময় কাউকে আটক করা যায়নি।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news