পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় লুকানো ছিল ৪০ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ায় একটি খালি পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগৎসার গ্রামের বড়গিলা মোড়ে পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় নীরব মিয়া (২২) নামে পিকআপ চালককে আটক করা হয়। আটক নীরব ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ও ডাকোনা গ্রামের খোকন আকন্দের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খালি ওই পিকআপের পাটাতনের নিচে রাখা বিশেষ কায়দায় লুকানো গাঁজাগুলো পাওয়া যায়।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news