ফেসবুক পোস্টে ‘হা হা রিয়েক্ট’ দেওয়াকে কেন্দ্র করে ফেনীতে সংঘর্ষে পাঁচ কিশোর-তরুণ আহত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রিজন (১৭) ও তানবীর (১৮) নামের দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন- মো. অমিত হাসান ভুঞা (১৮), জিসান (১৭) ও শরীফুল ইসলাম (১৭)। তারা সবাই স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। এতে জড়িত আজাহার হোসেন নিলয় (১৭) নামের একজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তিনি ফেনী পৌরসভার উত্তর বিরিঞ্চি খোন্দকার বাড়ির বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে অমিত হাসানের ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেন নিলয় নামে একই এলাকার এক কিশোর। শুক্রবার রাতে সোনাপুর ইসলামি সেন্টারের সামনে অমিত হাসানসহ ৬-৭ জন কিশোর নিলয়কে হা হা রিয়েক্ট দেওয়ার কারণ জিজ্ঞেস করলে বাকবিতণ্ডায় জড়ায় নিলয় ও অমিত। এক পর্যায়ে পকেট থেকে টিপ ছুরি বের করে অমতিসহ বাকিদের ওপর হামলা করে নিলয়। এতে অমিতসহ পাঁচজন আহত হন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় জনতা গণধোলাই দিয়ে অভিযুক্তকে পুলিশের সোপর্দ করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
0 Comments
Your Comment