বগুড়া শহরের চেলোপাড়ায় রেললাইন সংলগ্ন বস্তিতে আগুনে পুড়ে গেছে ১৪টি টিনের ঘর। সোমবার দুপুর ১২টায় চেলোপাড়ার চাষীবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ১৪টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে একজন মুক্তিযোদ্ধা ও তার ৭ সন্তানের ৮টি ঘর রয়েছে। স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা মানুষজন প্রাণ নিয়ে বের হতে পারলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বগুড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, ফায়ার সার্ভিস আসার আগেই পরিবারগুলোর ঘরে থাকা বিছানা, আসবাবপত্র, হাঁড়ি, পাতিল ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে যায়। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম জানান, পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সহযোগিতা করলেও বস্তির ঘরে থাকা মালামাল রক্ষা করা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
0 Comments
Your Comment