বগুড়ায় ট্রাকে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের আগের রাতে বগুড়ার শাজাহানপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বনানীতে এই ঘটনা ঘটে। আগুনে ট্রাকটির কেবিনের পুরো অংশ পুড়ে গেছে। শাজাহানপুর থানা পুলিশের ওসি শহীদুল ইসলাম জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলুর বীজ নামিয়ে দিয়ে ট্রাকটি সিরাজগঞ্জ যাচ্ছিলো। পথে বনানীতে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ট্রাকের গতিপথ রোধ করে ইট-পাটকেল ছুঁড়ে কাঁচ ভাংচুর শুরু করে। চালক হামলা থেকে বাঁচার জন্য ট্রাকটি উল্টো ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলে পাশের একটি গর্তে পরে যায়। এই সময় তিনি সহকারীকে নিয়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ওসি শহীদুল ইসলাম আরও বলেন, ট্রাক চালক ও সহকারী সুস্থ আছেন। ট্রাকের আগুন নিভিয়ে ফেলা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্তে চেষ্টা চলছে।

0 Comments

Your Comment