বগুড়ার শেরপুরে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদী মাঠে এ ঘটনা ঘটে। মৃত দুইজন হলেন-শেরপুর উপজেলার জয়লা আলাদী গ্রামের মোল্লা বক্সের ছেলে জাহিদুল ইসলাম (১৪) ও চক খানপুর গ্রামের আবু তালেবের ছেলে মোরছালিন (১৩)। জাহিদুল ইসলাম কল্যাণী উচ্চ বিদ্যালয়ের ৮ম এবং মোরছালিন খানুপর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। আহতরা হলো, জয়লা আলাদী গ্রামের রাসেল (১০), মেরাজুল (১১), রানা (১৮), রুস্তম (১২), সিহাব (১৪), রাকিব (১০) ও কামরুল (১০)। স্থানীয় লোকজন জানান, জয়লা আলাদী মাঠে বিকেলে বেশ কিছু কিশোর ফুটবল খেলছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে জাহিদুল ইসলাম ও মোরছালিন নামের দুইজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
0 Comments
Your Comment