বগুড়া সারিয়াকান্দিতে সাত দিন ধরে নাছিম মিয়া (১৪) নামে একজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। নাছিম উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী পশ্চিম পাড়া বা গাবতলা পাড়া গ্রামের ওয়াজেল মিয়ার ছেলে। সে ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র। জানা গেছে, গত রবিবার শবে বরাতের দিন এশার নামাজের পর নাছিম মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়িতে ফিরে আসেনি। এ সময় তার গায়ে নীল রংয়ের জ্যাকেট, পরনে জিন্সের প্যান্ট এবং পায়ে হলুদ বার্মিসের স্যান্ডেল ছিল। নাছিমের গায়ের রং শ্যাম বর্ণের। তারপর নাছিমকে আর কোথাও খুঁজে না পেয়ে এ বিষয়ে নাছিমের বাবা ওয়াজেল গত সোমবার সারিয়াকান্দি থানায় একটি হারানো ডায়রি করেছেন। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, থানার হারানো ডায়রি অনুযায়ী শিক্ষার্থীকে খুঁজে বের করতে আমাদের পুলিশের তদন্ত চলমান রয়েছে।
0 Comments
Your Comment