টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৮ নং সেতু আনালিয়া বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৮ নং সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। যার পরিচয় পাওয়া গেছে তিনি হলেন কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে শিপন আলী। কালিহাতী উপজেলার এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, উত্তরবঙ্গ থেকে একটি ডিম বোঝাই পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে আনালিয়া বাড়ির বঙ্গবন্ধু সেতু এলাকার ৮ নং ব্রিজে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। পরবর্তীতে সেখানে আমরা গিয়ে ঘটনাস্থল থেকেই চালক ও হেলপারের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু থানায় হস্তান্তর করি।
0 Comments
Your Comment