দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা বিবেচনা করে এবছর বরিশালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে র্যালি বের না করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদ। তবে দুর্যোগ-দুর্বিপাক থেকে মুক্তি লাভের জন্য পূজা-অর্চনা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। আর র্যালি আয়োজনের পুরো টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। শনিবার রাতে বিষয়টি জানিয়েছেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল সাহা। তিনি বলেন, আগামী সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে র্যালি বের হওয়ার কথা ছিল। তবে এ বছর আমরা কোনো র্যালি বের করব না। তবে মন্দিরে সকলে আয়োজন করা হবে। পাশাপাশি দুর্যোগ-দুর্বিপাক থেকে মুক্তি লাভের জন্য পূজা-অর্চনা ও বিশেষ প্রার্থনা করা হবে। তিনি আরও জানান, আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক। তাই র্যালি আয়োজনের পুরো টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। সেই সাথে বন্যার্তদের সাহায্যে মন্দির থেকেও অর্থ উত্তোলন করা হচ্ছে। এসব টাকা সব বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
0 Comments
Your Comment