বরিশালে সাবেক মেয়রের বাসা থেকে অগ্নিদ্বগ্ধ তিন লাশ উদ্ধার

বরিশালের সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র বাস ভবন থেকে অগ্নিদ্বগ্ধ ৩ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (০৫ আগস্ট) রাত আটটার দিকে লাশ উদ্ধার করা হয়েছে বলে বরিশাল সদর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল আল আমিন জানিয়েছেন। তবে নিহতদের কারও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। ঘটনাস্থলে থাকা ফায়ার ফাইটার উজ্জল খান জানান, দ্বিতল ভবনের সিড়ির উপর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তিনটি লাশ পুরুষের। তাদের বয়স আনুমানিক ৩৫/৪০ বছর হবে। লাশ উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশকে খবর দেয়া হলেও তারা আসেনি। পরে পুলিশ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। তিনি আরও জানান, সোমবার বিকেল তিনটার দিকে বরিশাল নগরের কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা। সন্ধ্যার পর ফায়ার সার্ভিস সদস্যরা বাসায় প্রবেশ করার সুযোগ পায়। তখন লাশের সন্ধান পাওয়া যায়।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news