বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণের দায়ের ২ যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ছাদুঅং মারমা পাড়ার ধাবনখালী খালে এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক জানান, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের খালে গোসল করতে যায় ওই তরুণী। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা মো. সেলিম ও মতিউর রহমান তাকে ধর্ষণ করে। তরুণীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে মো. সেলিম পালিয়ে যায়। পরে স্থানীয়রা ধর্ষক মতিউর রহমানকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ অভিযান চালিয়ে অপর ধর্ষক মো. সেলিমকে গ্রেফতার করে। তিনি জানান, শারীরিক পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং শুক্রবার বিকেলে ধর্ষক মো. সেলিম ও মতিউর রহমানকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
0 Comments
Your Comment