বিরানি খেয়ে বংশালের এক মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী ঢামেকে ভর্তি

বিরানি খেয়ে রাজধানীর 'আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানীয়া মাদ্রাসা'র অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষার্থী রাকিবুল ইসলাম হাইদারী ও আবু জাফর বলেন, গত শুক্রবার তাদের মাদ্রাসায় বাহির থেকে খাবার দিয়ে যায়। সেই খাবার খেয়ে আমরা শিক্ষার্থী, শিক্ষক, স্টাফসহ সকলে অসুস্থ হয়ে পড়ি। আমাদের অনেকেরই পেট ব্যথা দেখা দিয়েছে। পাতলা পায়খানা ও বমি শুরু হয়েছে। পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক মিয়া বলেন, অসুস্থদের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাদের মেডিসিন বিভাগে পাঠান। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী স্টাফসহ প্রায় ১৭০ জন লোকবল রয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসাটির প্রিন্সিপাল মাসুম বিল্লাহ। অসুস্থ আরেক শিক্ষক বলেন, মাদ্রাসায় মাঝে মধ্যে অনেকেই খাবার দিয়ে থাকেন। গতকাল দুপুরে এক ব্যক্তি গরুর বিরানী দিয়ে গিয়েছিলেন। এর আগে তাদের মাদ্রাসায় ছিল মুরগির বিরানি। দুপুরে মুরগির বিরানি খেয়ে ছিল। পরে বাহির থেকে দেওয়া গরুর বিরানী রাতে খেয়েছিলাম। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে এক চিকিৎসক জানান, খাবার খেয়ে ফুড পয়জনিং হয়ে এ অবস্থা হয়ে থাকতে পারে। আমরা তাদের কে মেডিসিন বিভাগে পাঠিয়েছি।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news