কক্সবাজারের টেকনাফে সাগর দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা রোহিঙ্গাসহ ৩১ জনকে উদ্ধার করেছে র্যাব। এর মধ্যে ২৬ জন রোহিঙ্গা ও ৫ জন বাংলাদেশি। উদ্ধারকৃত ৫ বাংলাদেশির মধ্যে ৩ জন পুরুষ, ১ জন শিশু ও ১ জন নারী রয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, টেকনাফের হ্নীলার পানখালী ৪ নম্বর ওয়ার্ডের মৃত অছিউর রহমানের ছেলে মো. আনোয়ার (৪৪) ও সদর ইউনিয়ন উত্তর লম্বরী ২ নম্বর ওয়ার্ডের মৃত রফিকের ছেলে আতিকুর রহমান (৩২)। সোমবার রাতে টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। হোয়াইক্যং র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। তিনি আরও বলেন, উদ্ধার রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে এবং বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
0 Comments
Your Comment