মিঠামইনের ঢাকী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান ভূঁইয়া রুবেলকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের আতপাশা গ্রামের আব্দুর রব ভূঁইয়ার ছেলে। র‍্যাব সূত্র জানায়, গত ৫ আগস্ট বিকাল ৪টার দিকে চেয়ারম্যান লুৎফর রহমান ভূঁইয়া রুবেলসহ অজ্ঞাতনামা আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মিঠামইন বাজারে উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি করেন। তারা ছাত্র-জনতার ওপর গুলি এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে লোকমান হোসেন বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন। র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news