মিয়ানমার থেকে আরো ৪৬ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটছে। এই সংঘর্ষ ঘিরে ফের বাংলাদেশে প্রবেশ করতে শুরু করছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা। বুধবার (১৭ এপ্রিল) সকালে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত পর্যন্ত নতুন করে ৪৬ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে বর্তমানে ২৬০ জন বাংলাদেশে অবস্থান করছেন। এর আগে, গত ফেব্রুয়ারিতে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ১২ দিনের মাথায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ নাগরিককে ফেরত নেয় মিয়ানমার। ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। সীমান্তের ওপারে যুদ্ধাবস্থা চলমান থাকায় মিয়ানমার থেকে পালিয়ে আরো কিছু সদস্য বাংলাদেশে ঢুকে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে এসব বিষয়ে ১১ বিজিবির পক্ষ থেকে অফিসিয়াল কোনো মন্তব্য পাওয়া যায়নি।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news