রমজানকে সামনে রেখে মৌলভীবাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখী

মৌলভীবাজার খুরচা দোকানে রমজান কেন্দ্রিক নিত্য প্রয়োজনী পণ্যের দাম বেড়েছে। সরকারের নানা উদ্যোগের পরও কোনো পণ্যের দাম কমার লক্ষণ নেই। উল্টো বেশ কিছু পণ্যের দাম বেড়েই চলছে। এমন পরিস্থিতির মধ্যেই রোজার প্রস্তুতি নিতে হিমসিম খাচ্ছেন দিনমজুরসহ জেলার মধ্যম আয়ের লোকজন। ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে প্রশাসনেরও কোনো কার্যকরি উদ্যোগ নেই এ জেলায়। মৌলভীবাজারে শহরতলি ও বিভিন্ন উপজেলার দোকানগুলোতেও দাম বৃদ্ধির হার আরও বেশি। শনিবার দুপুরে মৌলভীবাজার পৌর শহরের টিসি মার্কেটে গেলে দেখা যায়, বরই খেজুর গত বছর ছিল ৪৫০ টাকা এবার ৬০০, নাগল খেজুর গত বছর ৪০০ টাকা এবার ৪৫০, বস্তা খেজুর গত বছর ২০০ টাকা এবার ২৬০, আপেল গত বছর ছিল ২০০ টাকা এবার ২৬০, আঙ্গুর গত বছর ছিল ২৫০ টাকা এবার ২৮০, মরিচ গত সপ্তাহে ছিল ৮০ টাকা, শনিবারে ১০০ টাকা, বেগুন গত ৮ মার্চ ছিল ৪০ টাকা। ১ দিনের ব্যবধানে ৩০ টাকা বেড়ে ৭০ টাকা দামে বিক্রি হচ্ছে। শহরের পশ্চিম বাজারে ১ সপ্তাহের ব্যবধানে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রতি কেজিতে ১০০/১৫০ টাকা করে বেড়েছে। শনিবার দুপুরে সৈয়দ শাহ মোস্তফা ফল ভান্ডারে গেলে জানা যায়, গত সপ্তাহে খেজুর বিক্রি হয়েছিল ২৮০ টাকায়। বর্তমানে ৩২৫ টাকা, আপেল ২১০ টাকার জায়গায় ২৩০ টাকা, কমলা ২৪০ টাকার জায়গায় ২৮০ টাকা, কলা গত সপ্তাহে প্রতি হালি (মাঝারি) বিক্রি হয়েছিল ২০ টাকায়। বর্তমানে ৩৫ টাকা, আঙ্গুর বিক্রি হয়েছিল ২৮০ টাকায়, বর্তমানে ৩০০ টাকা। আপেল বিক্রি হয়েছিল ২১০ টাকায়, বর্তমানে ২৩০ টাকা। আলু গত সপ্তাহে ২৬ টাকা ছিল, বর্তমান ৩৬ টাকা, পেয়াজ ৮০ থেকে ৯৫ টাকা, দেশিয় রসুন ১৩০ থেকে ১৪০, রসুন এলসি ১৭০ থেকে ১৯০, চিনি ১৩০ থেকে ১৪০ ও মশুরি ডাল ১১০ থেকে ১৫০ ধরে বিক্রি হচ্ছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news