রাতে আসামিপক্ষের আইনজীবী নাশকতার মামলায় গ্রেফতার

যশোরে অস্ত্র, বিস্ফোরক মামলাসহ চার মামলায় আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে ৪২ জনকে জামিন দিয়েছেন বিচারক এবং অন্যদের কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার ও গোলাম কিবরিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করেন। এদিকে আসামিপক্ষের আইনজীবী কবির হোসেন জনিকে রবিবার রাত ৮টায় যশোর শহরের দড়াটানা এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের ওসি দেবব্রত হরি বিষয়টি স্বীকার করে বলেন, নাশকতার মামলায় আইনজীবী কবির হোসেন জনিকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী জনির বিরুদ্ধে আরো মামলা রয়েছে। সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। যশোরের কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জানান, দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমারের আদালতে অভয়নগর থানার দুই মামলায় ১০৫ ও কেশবপুর থানার এক মামলায় ৪২ জন আওয়ামী লীগ নেতাকর্মী আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক কেশবপুর থানার মামলায় আত্মসমর্পণকারী ৪২ জনকে জামিন দেন। আর অভয়নগর থানার মামলার ১০৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর আরও জানান, কোতোয়ালি মডেল থানার এক মামলায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক শুনানি শেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

0 Comments

Your Comment