লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার আলাউদ্দিন নগর এলাকার রেলপথে এই দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রেনে কাটা পড়ে নিহতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)। জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে পাটগ্রাম উপজেলার আলউদ্দিন নগরে রেললাইনের ওপরে বসে গল্প করছিল এই চার শ্রমিক। তখন বুড়িমারি থেকে সান্তহারগামী করতোয়া একপ্রেস ট্রেনটি তাদের উপর দিয়ে চলে গেলে চারজনই ঘটনাস্থলে নিহত হন। লালমনিরহাট রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। লাশ উদ্ধারের পর বিস্তারিত জানানো হবে।
0 Comments
Your Comment