চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক ওমান এয়ারের (ওয়াইভি-৩১১) ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে ৬৪ পিস স্বর্ণের বার আটক করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফ্লাইটটি বিমানবন্দর অবতরণ করে। শাহ আমানত বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, বিমানবন্দরের কর্মরত কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানবন্দরের ভেতর থেকে ৬৪ পিস স্বর্ণের বার আটক করেছে। যার ওজন প্রায় সাড়ে সাত কেজি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
0 Comments
Your Comment