চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার সিটি গেইট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মো. কিবলুর ফকির (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (০৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার আফতাব উদ্দিন জানান, নগরের সিটি গেইট এলাকায় নৌবাহিনীর একটি টিম সিটি গেট এলাকায় টহল কার্যক্রম চালাচ্ছিল। এ সময় স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের তথ্যের ভিত্তিতে ও তাদের সহায়তায় একটি লাগেজসহ এক যুবককে আটক করা হয়। সেই লাগেজ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি আরও জানান, শিক্ষার্থীরা লাগেজসহ একজন ব্যক্তির অস্বাভাবিক চলাফেরা দেখে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে। পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নৌবাহিনী টহল টিম নগরের আকবর শাহ থানায় গিয়ে ১০ কেজি গাঁজাসহ তাকে হস্তান্তর করে।
0 Comments
Your Comment