শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, যুবক আটক

সড়কে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে বিভিন্ন কোম্পানিতে চাঁদাবাজির অভিযোগে কাওসার নামে এক যুবককে আটক করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আটকের পর ওই যুবককে ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউসের সামনে নিয়ে আসা হয়। এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত সাংবাদিকদের কাছে ওই যুবকের চাঁদাবাজির বর্ণনা দেন। জানা গেছে, ওই যুবকের বাড়ি নোয়াখালী জেলায়। তাহিন আহমেদ অনু ও সামাইন নামে দুই শিক্ষার্থী জানান, কাওসার তাদের কাছে কখনো নর্থ-সাউথ, কখনো এআইইউবির সিনিয়র ছাত্র হিসেবে পরিচয় দিতেন। তারা সড়কে এসে যখন ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন, তখন ওই যুবক তাদের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন। তারা খাবারের জন্য নিজেরা টাকা দিয়ে একটা ফান্ড তৈরি করেন। আর এখানে কাওসার যুক্ত হয়ে বিভিন্ন বড় বড় কোম্পানির কাছ থেকে আপ্যায়নসহ নানা খরচের নাম করে চাঁদা নিয়ে আসে বলে তারা জানতে পেরেছেন। এ পর্যন্ত কাওসার প্রায় ২০ লাখ টাকা চাঁদা তুলেছে। শিক্ষার্থীরা বলছেন, আমরা আসছি মানুষের সেবা করতে, কোনো চাঁদা তুলতে আসিনি। সে কেন এভাবে চাঁদা তুলবে? আমাদের নাম ভাঙিয়ে যখন সে চাঁদাবাজি করছে বলে জানতে পেরেছি তখনই আমরা তাকে আটক করে এখানে নিয়ে এসেছি।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news