শীতে আলু ক্ষেতে নাবী ধ্বসা রোগ

শীত আর ঘন কুয়াশায় নীলফামারীতে আলুর ক্ষেতে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। নীলফামারী জেলার ৬টি উপজেলার বিভিন্ন মাঠে মাঠে আলুর গাছ আলুর মড়ক বা নাবী ধ্বসা রোগ দেখা দিয়েছে। পাতা ও কাণ্ড হলুদ হয়ে পচন ধরছে। নীলফামারী সদর উপজেলায় ৭ হাজার ৬শ’ ৫০ হেক্টর জমিতে আলু চাষ হয়ে থাকে। শীতের কারনে অনেক স্থানেই গাছের পাতা কুকড়ে নষ্ট হয়ে যাচ্ছে। জমিতে ছত্রাকনাশক স্প্রে করে কিছুটা প্রতিকার পেলেও কুয়াশা তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। নীলফামারী সদর উপজেলার ইটাখেলা ইউনিয়নের আলু চাষী ওলিয়ার রহমান বলেন, সুর্যেও দেখা নেই। সারাদিন কুয়াশা পড়ছে। শীতের কারণে কয়েকদিন ধরে আলুর গাছে পচন ধরেছে। ঔষুধ স্প্রে করেও কোন ফল পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা খোঁজ খবর নিচ্ছেন না বলে কৃষকেরা অভিযোগ করছেন। নীলফামারী উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, এ বছর আলু ক্ষেতে নাবী ধ্বসা রোগ দেখা দিয়েছে সে বিষয়টি মাথায় রেখে কৃষি বিভাগ কাজ করছে। কৃষকদের সচেতন করার জন্য নানা পরামর্শ দেয়া হচ্ছে।

0 Comments

Your Comment