শুক্রবার থেকে খোলা বসুন্ধরা সিটি এবং টগি ফান ওয়ার্ল্ড

রাজধানীর পান্থপথে অবস্থিত দেশের জনপ্রিয় শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। দেশের উদ্ভূত পরিস্থিতিতে শপিং কমপ্লেক্সটি বন্ধ থাকলেও আগামীকাল শুক্রবার থেকে আবার চালু হচ্ছে। এছাড়া একই সাথে চালু হচ্ছে দেশের বিনোদন প্রিয় মানুষদের অন্যতম পছন্দের জায়গা টগি ফান ওয়ার্ল্ড। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বিধানে সহায়তা করছে সেনাবাহিনী। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা বলয়ের আওতায় থাকবে বসুন্ধরা সিটি এবং টগি ফান ওয়ার্ল্ড। এছাড়া বসুন্ধরার নিজস্ব নিরাপত্তাব্যবস্থা তো থাকবেই। আগামীকাল সকাল থেকেই নিয়মিত সময়ে অর্থাৎ সকাল ১০টা থেকে খোলা থাকবে এই জনপ্রিয় শপিংমল ও টগি ফান ওয়ার্ল্ড।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news