গাজীপুরের শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের অস্থায়ী নির্বাচনি ক্যাম্পে গুলি করেছে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, শ্রীপুর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। সোমবার রাত পৌনে ৯টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া সলিং মোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে গুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। আহতরা হলেন- মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি চকপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সাজেদুল ইসলাম (৪০) ও গ্রাম আওয়ামী লীগের সভাপতি চকপাড়া গ্রামের আহমদ আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫)। ঘটনার প্রত্যক্ষদর্শী মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম জানান, গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের অস্থায়ী নির্বাচনি ক্যাম্প সলিং মোড়ে মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে তৈরি করা হয়েছে। মীম ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার গ্যালারি নামের একটি দোকানে বসে সোমবার সন্ধ্যার পর স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা বসে আড্ডা দিচ্ছিল। এ সময় ফুলবাড়ীয়া থেকে মাওনা অভিমুখী মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে ওই ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালায়। এতে নির্বাচনি ক্যাম্পের ইলেকট্রনিক্স দোকানের থাই গ্লাসে গুলি লাগে। গুলির আঘাতে ভেঙে যাওয়া কাঁচের টুকরোর আঘাতে তিনিসহ নুরুল ইসলাম আহত হন। ঘটনার পরপরই ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাটি পূর্ব পরিকল্পিত। আজ (গতকাল) রাত আটটায় আমার নির্বাচনি ক্যাম্প পরিদর্শনে আসার কথা ছিল। দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে এ গুলির ঘটনা ঘটিয়েছে। গত ২২ ডিসেম্বরেও ওই নির্বাচনি ক্যাম্পে হামলার ঘটনা ঘটে। কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজমীর হোসেন বলেন, ঘটনার পরপর শ্রীপুর থানার ওসিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments
Your Comment