সাগরদাঁড়িতে মধুমেলা ২৪ জানুয়ারি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও কবির জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সাত দিনব্যাপী গ্রামীণ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামী ২৪ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হবে ‘মধুমেলা’ নামের এ আয়োজন। মেলা শেষ হবে ৩০ জানুয়ারি ২০২৫। গতকাল দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুমেলা প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, সুস্থ ও সুন্দর পরিবেশে আয়োজনের জন্য মধুমেলা ইজারা দেওয়া হবে। এ ছাড়া এ মেলায় জুয়া, লটারি, হাউজিসহ পুতুলনাচ, ভ্যারাইটি শোর নামে অপসংস্কৃতিমূলক কোনো আয়োজন যাতে না থাকে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news