সাভারে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় সাভার পৌরসভার বাজার রোডে প্রাইম ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সোহেল মিয়া (২৫)। তিনি মানিকগঞ্জের শিবালয় থানার বাঁচামারা ইউনিয়নের চরকাটিয়া গ্রামের মো. সিদ্দিকের ছেলে। বর্তমানে তিনি ধামরাইয়ের রুপনগর এলাকায় পরিবারসহ বসবাসের পাশাপাশি সাভারের বিনোদবাইদ এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে ফার্নিচারের নকশার কাজ করতেন। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় সাভার বাজার রোড সংলগ্ন একটি গলির ভেতর সোহেলকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
0 Comments
Your Comment