সিদ্ধিরগঞ্জে সড়কের পাশ থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইল এলাকায় সড়কের পাশ থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টায় মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত চিরকুটে লেখা ছিল ‌‌'আসসালামু আলাইকুম আপনাদের সমাজের সবার কাছে অনুরোধ, আমাদের দুইজনকে একসাথে মাটি দিয়েন...।' নিহত তরুণের নাম মো. শফিকুল ইসলাম (২৫)। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২০ বছর বলে ধারণা করছে পুলিশ। নিহত দুই তরুণ সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে। পুলিশ জানায়, নিহতদের মধ্যে তরুণীর পরনে ছিল গোলাপী রঙের ছাপার সালোয়ার ও লাল রঙের ছাপার প্রিন্টের কামিজ। আর তরুণের পরনে ছিল চেক শার্ট ও জিন্স প্যান্ট। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন বলেন, এটা কী আত্মহত্যা না হত্যা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news