সিলেটে বাড়ছে নদীর পানি, বিপৎসীমা ছাড়িয়েছে কুশিয়ারা

সিলেটে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুপুর ১২টার পর বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। বৃষ্টি কমলেও বাড়ছে সিলেটের বিভিন্ন পয়েন্টের নদ-নদীর পানি। এর মধ্যে কুশিয়ারা নদীর দুটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর আগামী শুক্রবার পর্যন্ত সিলেটসহ দেশের কয়েকটি অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুশিয়ারা নদীর পানি আমলসীদে বিপৎসীমার ৬ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ৬৫ সেন্টিমিটার ও শেরপুরে ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া সুরমা, লোভা, ধলাই, পিয়াইন, সারি, সারিগোয়াইনসহ সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সিলেট আবহাওয়া অধিদপ্তরের উপসহকারী আবহাওয়াবিদ অমর চন্দ্র তালুকদার জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৬ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় সিলেটে ২০৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে এসেছে। পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, সিলেটে বৃষ্টিপাত কমে এলেও বন্যা পরিস্থিতি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সিলেটের বৃষ্টিপাতের ওপর এই অঞ্চলের বন্যা পরিস্থিতি নির্ভর করে না। মূলত ভারত সীমান্তবর্তী এলাকা হওয়ায় পাহাড়ি ঢলের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

1 Comments

dItRJfacwjhCYlsH
dItRJfacwjhCYlsH

Web Developer

MUKdCIJZgRmLyeEP

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news