সিলেটে ব্রিজের নিচে যুবকের এবং দোকানের ভেতর বিক্রেতার লাশ

সিলেটে ব্রিজের নিচ থেকে এক যুবকের ও দোকানের ভেতর থেকে এক আইসক্রিম বিক্রেতার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার লাশ দুটি উদ্ধার করা হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে কানাইঘাট পৌর শহরের আল-রিয়াদ পয়েন্টের অদূরে একটি দোকানের ভেতর থেকে আবদুর রহমান লাল মিয়া (৪৮) নামের এক আইসক্রিম বিক্রেতার লাশ উদ্ধার করা হয়। লাল মিয়ার বাড়ি কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের লখাইর গ্রামে। স্থানীয়রা জানান, লাল মিয়া কানাইঘাট পৌরশহরে একটি দোকান ভাড়া নিয়ে আইসক্রিম ব্যবসা করতেন। গত তিনদিন থেকে তিনি বাড়িতে যোগাযোগ না করলে পরিবারের সন্দেহ হয়। গতকাল শুক্রবার দুপুরে তার পরিবারের লোকজন এসে বাইরে থেকে দোকান তালা দেওয়া দেখেন। তালা ভেঙে প্রবেশ করে লাল মিয়ার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কানাইঘাট থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এদিকে, শুক্রবার সকাল ১০টার দিকে সিলেট নগরীর উপশহর শাহজালাল সেতুর নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিলেট কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক জানান, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। যুবকের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news