সিলেটে লাইসেন্স ছাড়াই ব্যবসা, অভিযানে নেমেছে সিসিক

সিলেট মহানগরে অনেকে লাইসেন্স ছাড়াই খুলে বসেছেন ব্যবসা প্রতিষ্ঠান। আবার অনেকের লাইসেন্সের মেয়াদ শেষ হলেও করেননি নবায়ন। এ অব্স্থায় অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। সোমবার (১৫ জানুয়ারি) মহানগরের শাহজালাল উপশহর ও শাহপরাণ এলাকায় অভিযান চালিয়ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা এবং ৫টি থেকে লাইসেন্স নবায়নের বকেয়া ফি আদায় করেছেন সিসিক’র ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিক’র জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর। তিনি জানান, সোমবার বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত মহানগরের শাহপরাণ ও শাহজালাল উপশহর এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯টিকে লাইন্সে না থাকায় ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৫টি প্রতিষ্ঠান থেকে নবায়নের ফি আদায় করা হয়েছে। অভিযানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তার সাথে লাইসেন্স কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি দল।

0 Comments

Your Comment