সীমান্ত সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে নিহত ২

রাঙ্গামাটিতে নির্মাণাধীন সীমান্ত সড়কে চাঁদের গাড়ি (জিপ) খাদে পড়ে ২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে পানকাটা ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জিপ ড্রাইভার চিংনুমং মারমা (২০) ও মনু চাকমা। তারা রাজস্থলী উপজেলার বালুমুড়া পাড়ার বাসিন্দা। আহতরা হলেন কালাকেতু চাকমা (৫০), বর্ম চাকমা (২০), বস্তা চাকমা (৪৫), দলাইয়ে চাকমা (৪০), কেচিনো মারমা (৩৮), সুরেশ চাকমা (২৫)। তারা সবাই জুরাছড়ি উপজেলার বাসিন্দা। তারা সীমান্ত সড়কে শ্রমিকের কাজ করতেন। স্থানীয় সূত্রে জানায়, রাঙ্গামাটির বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ফারুয়া বাজারে যান তারা। বাজার শেষে ফেরার পথে জুরাছড়ির পানকাটা ছড়া নামক এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সৌমেন্দ্র নাথ বলেন, মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত আটজন রোগী আনা হয়। যার মধ্যে ২ জনকে মৃত অবস্থায় পাওয়া পাওয়া গেছে। ধারণা করছি, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। আহত ৬ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আর দুজন এখানে চিকিৎসাধীন রয়েছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news