কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় পা হারানোর ১২ বছর পর লবণবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার কলেজ গেট চৌমুহনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুস ছালাম (৩২)। তিনি টইটং ইউনিয়নের বটতলী বকসু মোড়া এলাকার নুরুল আলমের ছেলে। পেশায় মুদি দোকানদার ছিলেন তিনি। নিহতের বড় ভাই নুরুল ইসলাম বলেন, আব্দু ছালাম রবিবার দুপুরে দোকানের মালামাল কেনার জন্য পেকুয়া বাজারে যাচ্ছিল। চৌমুহনীতে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি লবণবোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি আরও বলেন, আব্দুস ছালাম প্রায় ১২ বছর আগে চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় তার ডান পা হারান। দুর্ঘটনার পর স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। দুই সন্তান নিয়ে তিনি বাড়িতে থাকতেন। টইটং বাজারে ছোট্ট মুদির দোকান করে সংসার চালাতেন তিনি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ট্রাক চাপায় একজন পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0 Comments
Your Comment