হবিগঞ্জে বজ্রপাতে দুই সহোদরসহ তিনজনের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী গ্রামে আমন ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহাব উদ্দিন ও মিলন মিয়া। নিহতরা খড়কী গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানান, শাহাব উদ্দিন ও মিলন মিয়া মাঠে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান দুই ভাই। পরে স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। অপরদিকে, একই উপজেলার বহরা ইউনিয়নে দলগাঁও গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে শফিক মিয়া (৫৫) বজ্রপাতে মারা গেছেন। বজ্রপাতে আহত শফিক মিয়াকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ১০টায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জান্নাতন নাঈম বিষয়টি নিশ্চিত করেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news