ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে সোমবার দিবাগত রাতে ভারত-বাংলাদেশ অভ্যন্তরে ১১২১ নং পিলার সংলগ্ন উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের ধনভাঙ্গা এলাকায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক সাইফুল একই ইউনিয়নের মহিষলেটি গ্রামের আব্দুল হালিম মিয়ার পুত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে সীমান্তে বন্য হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে এসে স্থানীয়দের সবজিক্ষেত ও ফসলাদিসহ ঘরবাড়িতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ঘটনার দিন শসা ক্ষেতে সাইফুল পানি দিতে যায়। এ সময় বন্যহাতির দল তার ক্ষেতে আক্রমণ চালায়। তিনি হাতিগুলো তাড়ানোর চেষ্টাকালে একটি ক্ষেপাটে হাতির সামনে পড়ে যান। এ সময় শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে দেহ থেকে তার মাথা আলাদা করে চলে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থল থেকে সাইফুলের ছিন্নভিন্ন দেহের অংশ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, বিগত দিনে হাতির পায়ে পিষ্ঠ হয়ে আরও অনেকের মৃত্যু হয়েছে। এমন বীভৎস ঘটনা আগে ঘটেনি। মৃত কৃষকের স্ত্রী সুলতানা আক্তার বলেন, আমার স্বামী শসা খেতে কাজ করতে যায়। সন্ধ্যা ঘনিয়ে রাতের দিকে খেতে পানি দেওয়ার সময় একটি ক্ষেপাটে হাতি স্বামীকে তাড়া করে পায়ে পিষ্ঠ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
0 Comments
Your Comment