সংস্কারকাজ শেষে প্রায় ১৫ মাস পর চট্টগ্রামে যাতায়াতে অন্যতম গুরুত্বপূর্ণ কালুরঘাট সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। আজ রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। এর মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের একটি উল্লেখযোগ্য অংশের মানুষের প্রতিদিনের দুর্ভোগের অবসান হল। কালুরঘাট সেতু দিয়ে দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়ার মানুষ চট্টগ্রাম শহরে আসা-যাওয়া করেন। যান চলাচল শুরু করার সময় উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম, প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়াসহ পূর্বাঞ্চলের কর্মকর্তারা। জানা যায়, বুয়েটের বিশেষজ্ঞ টিমের পরামর্শ মতে জরাজীর্ণ কালুরঘাট সেতু মেরামতের জন্য গত বছরের ১ আগস্ট থেকে সংস্কার কাজ শুরু করা হয়। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে সংস্কারকৃত সেতুতে নতুন করে নির্মাণ করা হয় ওয়াকওয়ে। সেতুতে নতুন করে নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে কালুরঘাট সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তবে সেতুতে যান পারাপারে কোনো টোল রাখা হয়নি। সেতু দিয়ে সর্বোচ্চ ৮ ফুট উচ্চতার সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। কিন্তু ট্রাক-বাসের মত ভারী যান চলবেনা। জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর ১৯৩১ সালে প্রায় ৭০০ মিটার দৈর্ঘ্যের স্টিলের কাঠামোর কালুরঘাট রেলসেতু নির্মিত হয়। ১৯৬২ সালে যান চলাচল শুরু হয়। এর আগে দুই বার সংস্কার করা হয়েছিল। কালুরঘাট রেলসেতুর বয়স এখন ৯৩ বছর। গত বছর সেতু দিয়ে ঢাকা-চট্টগ্রাম-চট্টগ্রাম রুটের রেল চলাচলে বড় আকারের সংস্কার করা হয়। এরপর গত বছরের ১ ডিসেম্বর থেকে এ রুট দিয়ে তিন জোড়া রেল এবং দোহাজারী পাওয়ার প্ল্যান্টের জ্বালানিবাহী ট্রেন চলাচল করে।
0 Comments
Your Comment